বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ বরাবরই স্পষ্টবাদী। ব্যক্তিগত চিন্তাধারা ও মতাদর্শ নিয়ে বেশ দৃঢ় তিনি। প্রায়ই সময় ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে কথা বলেন 'বরফি' খ্যাত অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইলিয়ানা বলেন, ভালোবাসার সঙ্গে শারীরিক সম্পর্কের কোনও সম্পর্ক নেই। অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে বেশ সমালোচনা হচ্ছে।
---------------------------------------------------------------------
আরও পড়ুন : ভাইরাল ভিডিও নিয়ে বললেন মেহজাবিন
---------------------------------------------------------------------
এ প্রসঙ্গে ভারতীয় উপস্থাপিকা ও অভিনেত্রী শিবানী দান্ডেকর ইলিয়ানাকে বিষয়টির ব্যাখ্যা জানতে চান। উত্তরে ইলিয়ানা বলেন, আমার মনে হয়, আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। যৌনতাকে একটা স্বাভাবিক প্রবৃত্তি হিসেবে নেয়া উচিৎ। তবে যৌনতার সঙ্গে আবেগ থাকাটাও গুরুত্বপূর্ণ। ভালোবাসা থাকলে যৌনতা খুব স্বাভাবিক ও মধুর হয়।
ইলিয়ানার অনুসারীদের সংখ্যা বেশ। বিভিন্ন সময় শুভেচ্ছা বার্তা পান তিনি। অনুসারীদের নিয়ে ইলিয়ানা বলেন, পুরুষ অনুসারীদের ফুল, শুভেচ্ছাবার্তা ইত্যাদি পেতে সব সময় ভালো লাগে। কিন্তু কোনও পুরুষের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে।
---------------------------------------------------------------------
আরও পড়ুন : শহীদের স্ত্রী কি সিনেমায় নামছেন?
---------------------------------------------------------------------
প্রেম নিয়ে তিনি বলেন, প্রেমের ক্ষেত্রে আমি বেশ লাজুক। চট করে কারও সঙ্গে গিয়ে কথা বলতে গেলে সব জড়িয়ে ফেলি।
আপাতত কাজ নিয়ে বেশ ব্যস্ত ইলিয়ানা। এখন অ্যানিজ বাজমি পরিচালিত কমেডি ছবি 'পাগলপন্তি'র প্রচারে দেখা যাচ্ছে তাকে। নভেম্বরে প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। এতে ইলিয়ানার সঙ্গে অভিনয় করছেন জন আব্রাহাম, অনিল কাপুর ও কৃতি খরবান্দাসহ অনেকে।
জিএ/এম