নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটি গঠনের এখতিয়ার শুধু রাষ্ট্রপতির। আমরা এজন্য কোনো নাম প্রস্তাব করিনি। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডিটিসিএ ও ডাচ বাংলা ব্যাংকের চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি কাকে মনোনয়ন দেবেন সেটা তার একান্তই এখতিয়ার। আমরা কোনো নাম দিচ্ছি না। দলীয় কোনো ব্যক্তি সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত হোক-তা আমরা প্রত্যাশা করি না।
তিনি বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিক অভিভাবক। তিনি সংবিধান অনুসারে নির্বাচন কমিশন গঠনে সিদ্ধান্ত নেবেন। এটি নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।
এইচটি/ডিএইচ