ব্যবসা সফল ছবির নায়িকা বুবলী। অভিষেকেই বাজিমাত করেছেন ঢালিউডের এই মিষ্টি মেয়ে। 'বসগিরি' ও 'শুটার' ছবির পর কাজ শুরু করেছেন 'অহংকার' চলচ্চিত্রে। যথারীতি নতুন ছবিতেও তার বিপরীতে রয়েছেন সুপারস্টার শাকিব খান।
ভক্তদের জন্য প্রায়ই নিজের ছবি ফেসবুকে পোস্ট করেন বুবলী। বৃহস্পতিবার ঠিক তেমনি একটি ছবি পোস্ট করলেন হালের আলোচিত মুখ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'সত্যি!!! আমি কি পুতুলের মতো দেখতে? ধন্যবাদ, ধন্যবাদ’।
তবে কাকে উদ্দেশ্য করে বুবলী ধন্যবাদ দিয়েছেন তার কিছুই বলেননি।
'অহংকার'র কাজ শেষ করেই 'মা' নামে আরো একটি ছবির কাজ শুরু করবেন। আরটিভি অনলাইনকে এমনটাই জানালেন বুবলী।
এইচএম/এসজেড