দেশীয় জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ'র সাবেক ভোকাল মিজান। ব্যান্ডে না থাকলেও সঙ্গীতে পদচারণা অব্যাহত রেখেছেন মঞ্চ দাপানো-এ শিল্পী।
এবার আট বছর পর একক অ্যালবামে ফিরছেন মিজান। ঈদুল আযহায় সিএমভির ব্যানারে একক অ্যালবাম 'অন্যগ্রহের মানুষ' প্রকাশ করবেন তিনি। এরইমধ্যে রেকর্ড শেষ হয়েছে। সবগুলো গানের কথা-সুর করেছেন আহমেদ রাজীব। সঙ্গীত আয়োজনে মীর মাসুম ও আমজাদ হোসাইন। একটি গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি আইডল'র প্রতিযোগী আঁচল।
এ ব্যাপারে মিজান জানালেন, নতুন একক অ্যালবাম নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি। ভিন্ন ধাঁচের গানগুলো সবার মন ছুঁয়ে যাবে।
রক ব্যালাড, হার্ড রক ঘরানার গানে সাজানো অ্যালবামে এমন অন্যগ্রহের মানুষ, বিষাদ সিন্ধু, শুভংকরের ফাঁকি, বলো কী করে (দ্বৈত) শিরোনামে গানগুলো থাকছে। অ্যালবাম ডিজিট্যালি প্রকাশ পাচ্ছে জিপি মিউজিক-এর এক্সক্লুসিভ বিভাগে। এছাড়াও একটি গানের ব্যয়বহুল মিউজিক ভিডিও তৈরি হচ্ছে।