• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

আরফিন রুমির চমক

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মে ২০২০, ১৪:৪০
আরফিন রুমি
আরফিন রুমি

টানা সাত দিনে সাতটি গান প্রকাশ করে চমক দিলেন জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক আরফিন রুমি।

করোনার কারণে ১ মাসের বেশি সময় ধরে ঘরবন্দি সময় কাটাচ্ছেন আরফিন রুমি। তবে বাসায় থাকলেও গান থেমে নেই কাজ।

গানগুলো নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি। সবগুলো গানের কথা সুর ও সঙ্গীত রুমির নিজেরই করা।

গানগুলোর শিরোনাম হলো- বৃষ্টি হয়ে, ছোট্ট ভূবন, ধোঁয়া ধোঁয়া, ইয়া ওয়ালিউল, রংধনু সাজে, মহারাজ ও মনের মানুষ।

এ ব্যাপারে আরফিন রুমি বলেন, এখন রমজান চলছে। ইবাদতের পাশাপাশি তাই আমার ভক্তদের জন্য গত সাত দিনে সাতটি গান প্রকাশ করলাম। সাতটি গান সাত রকমের। বেশ ভালো সাড়াও পাচ্ছি গানগুলো থেকে। সময়ের সাথে গানগুলো ভালো অবস্থানে যাবে বলেই আমার বিশ্বাস।

ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আরফিন রুমি। তার সুর ও সঙ্গীতে গান গেয়ে অনেকেই তারকাখ্যাতি পেয়েছেন। তবে ব্যক্তিজীবনে কিছু জটিলতায় মাঝে গান থেকে দূরে ছিলেন তিনি। ১৮ মাস মাজারে কাটিয়ে আবারও গানে ফেরেন এই শিল্পী।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহজাবীনের বোনের নাটকে আরফিন রুমির চমক