দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫২ বছর বয়সী মঞ্জুরা বেগম। ইতোমধ্যে তাকে চারটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। ২০২৪ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত তার চিকিৎসায় প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। আরও প্রয়োজন অন্তত ২০ লাখ টাকা। চিকিৎসার এ পর্যায়ে পরিবারের পক্ষে ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
এ অবস্থায় পরম মমতাময়ী মাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন মঞ্জুরা বেগমের ছেলে সংবাদকর্মী মেহেদী হাসান।
তিনি বলেন, ইতোমধ্যে আমাদের সঞ্চয়ের পুরো অর্থ মায়ের চিকিৎসায় শেষ হয়ে গেছে। আমার উপার্জনে এ ব্যয়বহুল চিকিৎসা খরচ চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠেছে। এ অবস্থায় অনুদান গ্রহণ ছাড়া চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব।
মেহেদী হাসান আরও বলেন, সমাজের সব শ্রেণির মানুষের একটু সদিচ্ছা ও অর্থ সহযোগিতায় পারে আমাকে আবারও সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। মায়ের জন্য এটুকু সহযোগিতা সবার কাছে প্রত্যাশা করছি।
পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়েছেন মঞ্জুরা বেগম। তিনি বর্তমানে রাজধানীর আল মানার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা-
মেহেদী হাসান 01684888365 (বিকাশ/নগদ ব্যক্তিগত)।
ব্যাংক হিসাবের নাম : MST MONJUARA BEGUM,
হিসাব নম্বর : 2204320484001
রাউটিং নম্বর : 225272684
সুইফট কোড : CIBLBDDH
সিটি ব্যাংক, ব্রাঞ্চ : গুলশান