চলচ্চিত্রে সবচে’ আলোচিত, সম্মানজনক পুরস্কার অস্কারের আফটার পার্টিতে যাবার ভাগ্য সব তারকার হয় না। আর ভাগ্যে এ সুযোগ মিললে নিজেকে সুন্দর পরিপাটি করে তুলে ধরারও কোন কমতি থাকে না।
হলিউডে অভিষিক্ত বলিউড তারকা দীপিকা পার্টিতে যোগ দিয়েছিলেন। বিশ্বের অন্যতম নামিদামি তারকাদের মতো তারও প্রস্তুতির কোন কমতি ছিলো না।
বিখ্যাত ডিজাইনার মনিকা লুহিউয়িলারে ডিজাইন করা কালো ও সোনালি রংয়ের গাউন পরে আফটার পার্টিতে যোগ দেন দীপিকা।
মজার বিষয় হচ্ছে ২০১২ সালে একই রকম গাউন পরে মুম্বাইয়ে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।
আর এ নিয়ে গণমাধ্যম ও সামজাজিক যোগযোগ মাধ্যমে ট্রলের কবলে পড়লেন বলিউডের অন্যতম সেরা এ অভিনেত্রী।
ওয়াই/এমকে