• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

চীন সাগরে বোমারু বিমান, ভারতের সঙ্গে নতুন করে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ আগস্ট ২০২০, ১৯:০৬
দক্ষিণ চীন সাগর, ভারত
উডি আইল্যান্ডে এইচ-৬-জে বোমারু বিমান মোতায়েন করে চীন

দক্ষিণ চীন সাগরে এক বিতর্কিত দ্বীপে বোমারু বিমান এবং ফাইটার জেট মোতায়েন করেছে চীন। এ নিয়ে ভারত ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এতে ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ফ্যাম স্যান চাউও। খবর এক্সপ্রেস'র।

শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম এক্সপ্রেসে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লে থি থু হ্যাংয়ের বরাত দিয়ে বলা হয়েছে, চীনের এ ধরণের কার্যকলাপ ভিয়েতনামের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করেছে। এ ধরনের কর্মকাণ্ড ওই অঞ্চলের শান্তিকে বিনষ্ট করছে।

ওই সংবাদ মাধ্যমে বলা হয়, আগস্ট মাসের শুরুতে প্যারাসেল দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ উডি আইল্যান্ডে এইচ-৬-জে বোমারু বিমান মোতায়েন করে চীন। তবে ওই এলাকায় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের তৎপরতায় বাধা দিতেই এমন পদক্ষেপ নিয়েছে বলেছে চীন।

আরও পড়ুন: কংগ্রেস সভানেত্রীর পদ ছাড়ছেন কি সোনিয়া গান্ধী?

এসজে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদানির বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার বিষয়ে যা বলল ভারত
চীন সফরে যাচ্ছেন রিজভীসহ বিএনপির ৪ নেতা
খালেদা জিয়ার যুক্তরাজ্য গমনে ভিসা সহায়তা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
চীনে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ফ্যাশন আর্ট ফেস্টিভ্যাল