ভারতে পুলিশের পক্ষ থেকে সম্প্রতি মজার মজার ভিডিও তৈরি করে টুইট করা হচ্ছে। কখনো তা সচেতনতা সৃষ্টি করতে, আবার কখনো তা মজার স্রোতে জনগণকে অংশ নিতে। তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফেকনিউজ’ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে অভিনব এক ভিডিও ছেড়েছে হায়দরাবাদের রাচাকোন্ডা পুলিশ।
ভিডিওতে দেখা যায়, রেল লাইনের উপর শুয়ে রয়েছে একটি সিংহ। দূর থেকে একটি ট্রেনও আসতে দেখা যাচ্ছে ওই লাইন দিয়েই। কিন্তু সরে দাঁড়াতে কোনো আগ্রহ নেই সিংহটির। এক সময় ট্রেনটি গতি না কমিয়ে সিংহটি উপর দিয়ে চলে যায়।
না, ভয় পাওয়ার কিছু নেই। এটি একটি ফেক ভিডিও। আর এই ভিডিও এর মাধ্যমে পুলিশ সেই বার্তাই দিতে চেয়েছে যে স্যোশাল মিডিয়াতে যা দেয়া হয় তার সব কিছুই সঠিক নয়।
পোস্টে লেখা হয়েছে, ‘স্যোশাল মিডিয়ায় সব পোস্ট বিশ্বাস করবেন না। সেই সঙ্গে #ফেকনিউজ-ও জুড়ে দেওয়া হয়েছে।
পুলিশের এমন একটি পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। গত ২৪ ঘণ্টায় ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে।
এমকে