ক্যারিয়ারে প্রথমবারের মতো দুবাই ওপেনের শিরোপা জিতলেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। স্প্যানিশ ফার্নান্দো ভারডেসকোকে সরাসরি সেটে হারিয়ে বছরের প্রথম শিরোপা জয় করলেন নম্বর ওয়ান তারকা মারে।
বিজ্ঞাপন
ফাইনালের এ ম্যাচটিতে মারে ৬-৩, ৬-২ গেমে ভারডেসকোকে সরাসরি সেটে হারিয়েছেন।
শিরোপা জিতে মারে বলেন, শিরোপাটি জিতে আমি অবশ্যই খুবই আনন্দিত। এর ফলে বছরের শুরুটা খুবই সুন্দর হলো।
বিজ্ঞাপন
এটি মারের ২০১৭ সালের প্রথম শিরোপা। আর ক্যারিয়ারের ৪৫তম শিরোপা। এর ফলে নোভাক জোকোভিচকে পেছনে ফেলে শীর্ষস্থানটি আরো মজবুত করলেন মারে।
ওয়াই/এফএস