জাঁ ইয়াং হলেই মার্থা ও ইয়াং উইলিয়ামস। ৯৭ বছরের জমজ তারা। নিজেদের বাড়ির পাশে ঠান্ডায় জমে মারা গেলেন এই জমজ।
বিজ্ঞাপন
শুক্রবার আমেরিকার রোড আইল্যান্ডে এ ঘটনা ঘটে।
শনিবার প্রতিবেশী তাদের এ অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান এবং ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তাদের পরিবার জানায়, তারা সবসময় খুব আনন্দে থাকতে ভালবাসতেন। তাদের লাইফস্টাইল ছিল অন্যদের জন্য অনুপ্রেরণার।
পুলিশ জানায়, তারা হাইপোথারমিয়া আক্রান্ত হয়ে তারা মারা যান।
এপি/এমকে