ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

‘ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে জানতে চায় জনগণ’

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭ , ০৪:২০ পিএম


loading/img

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লী সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির বিষয়ে জনগণ জানতে চায়। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি দিবসে ড্যাবের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে সরকার কোন ধরনের প্রতিরক্ষা চুক্তি করছে সেটা দেশের মানুষকে জানাতে হবে। গোপনে কোনো চুক্তি জনগণ মানবে না। সরকার কী করছে, কী চুক্তি হচ্ছে, তা অবশ্যই প্রকাশ করতে হবে। অথচ এখন পর্যন্ত একটা চুক্তির বিষয়ও জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে নিরাপত্তা ও সামরিক চুক্তি হচ্ছে। এক দেশের সঙ্গে অন্য দেশের চুক্তি হতেই পারে। কিন্তু ভারতের সঙ্গে কি চুক্তি হচ্ছে সেটা জনগণ জানবে না এটা হতে পারেনা। এর আগে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে হওয়া ২২ টি চুক্তি এখনও প্রকাশ করেনি সরকার।

তিনি বলেন, সরকার কারণে সারাবিশ্বে ধারণা দেয়া হচ্ছে বাংলাদেশ জঙ্গিরাষ্ট্রে পরিণত হচ্ছে। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিবেদনে এমন ইঙ্গিত দেয়া হয়েছ। অথচ সরকার জঙ্গি সন্ত্রাসের ঘটনার সুনির্দিষ্ট তদন্ত করছেনা। বিএনপি এসব ঘটনা বাতিল করে দিচ্ছে না। সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |