জঙ্গিদের নেটওয়ার্ক সম্পর্কে আমরা জানতে পেরেছি। তাদের আসল উদ্দেশ্য সম্পর্কেও জেনেছি। এখন এদের নির্মূলের কাজ চলছে। বললেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
শহিদুল হক বলেন, আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠন দেশের ভেতরে কোনো নাশকতায় জড়িত না। যারা নাশকতা করছে তারা সবাই এদেশেরই।
পুলিশ প্রধান বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের সমস্যা। তবে দেশের ভেতরে জঙ্গিদের নেটওয়ার্ক ও তাদের তৎপরতা বন্ধে পুলিশ কাজ করে যাচ্ছে। এরই মধ্যে জঙ্গিদের নেটওয়ার্ক অনেকটা দুর্বল হয়ে গেছে। তাদের পুরোপুরি নির্মূলে সবগুলো সংস্থা কাজ করছে।
তিনি বলেন, বিভিন্ন সময় মুক্তমনা লেখক ও ব্লগার হত্যা, গুলশানের হলি আর্টিজান এবং কিশোরগঞ্জের শোলাকিয়াসহ আরো বেশ কিছু জঙ্গি হামলা হয়েছে। এসব ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নানা তথ্য পেয়েছে। অনেক জঙ্গি গ্রেপ্তারও হয়েছে।
শহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক জঙ্গিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা জঙ্গিবাদের শুরু ও এর নিয়ন্ত্রক কারা সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
এইচটি/এমকে