মানিকগঞ্জে পৃথক দু'টি এলাকা থেকে নিখোঁজের একদিন পরই ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দু'জনেই বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ হয়।
জানা গেছে, শিবালয় উপজেলার আরিচা ঘাটের অদুরে নিহালপুর এলাকার নিকটবর্তী যমুনা নদীর চর থেকে শুক্রবার সকাল ৭টার দিকে সাব্বির হোসেন নামের (৮) এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সাব্বির শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের বাসু শেখের পুত্র।
অপরদিকে, জেলার ঘিওর থানা পুলিশ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের বাঁশঝাড় থেকে দুরুন্ত নামের ৭ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। কিন্ত হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জেড এম জাকির হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন, দু'টি ঘটনায় পৃথক দু’টি মামলার প্রস্তুুতি চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করা হচ্ছে। ঘাতকদেরকে সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘাতকরা যেই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
এসজে