বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে যদি সফল ব্যক্তিদের তালিকা তৈরি হয় তাহলে বিশ্বের সবচে’ অন্যতম সফল শিক্ষার্থী হবেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
২০০৫ সালে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়েন তিনি।
দীর্ঘ এক যুগ পর বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাচ্ছেন তিনি। শুধু তাই নয় হাভার্ডের ইতিহাসে কনিষ্ঠতম বক্তা হিসেবে যোগ দিবেন ৩৩ বছর বয়সী জাকারবার্গ।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়। এতে বলা হয়, আসছে ২৫ মে বিশ্ববিদ্যালয়ের ৩৬৬ তম সমাবর্তনে যোগ দিচ্ছেন মার্ক জাকারবার্গ।
ওয়েবসাইটের ভিডিওতে দেখা যায় হাভার্ডের আরেক ঝরে পড়া শিক্ষার্থী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটসের কাছে সমাবর্তনের বক্তা হিসেবে উপদেশ নিচ্ছেন মার্ক।
ওয়াই/এমকে