আদনান হত্যা : আরো ২ জন গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১১ মার্চ ২০১৭ , ০৯:১৫ পিএম


আদনান হত্যা :  আরো ২ জন গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবির হত্যা মামলায় আরো দু’আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন নুর আলম (১৯) ও আব্দুল করিম (২০)।

শনিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী থানাধীন পাগাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এর আগে গলো বুধবার রাতে গাজীপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।  

বিজ্ঞাপন

এ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গেলো ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরায় স্কুলছাত্র আদনান কবির খুন হন। এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং আরো ১০/১২ জন তরুণ ও কিশোরকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission