রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রোববারও অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ২ দিনে অবস্থার উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। শনিবার নিজেদের ওয়েবসাইটে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা ও অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় এমন আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
রোববার ঢাকায় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার ও পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ২৫-৩৫ কিলোমিটার বেগে বাতাসের গতি থাকেতে পারে।
এছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ২-৩ সেন্টিমিটার বাড়তে পারে ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
কে/এসজে