সময়ের জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ ও চলচ্চিত্র অভিনেতা এ বি এম সুমন একটি ডিটারজেন্ট পাউডারের প্রচারণায় চুক্তিবদ্ধ হলেন।
সোমবার দুপুরে 'হোয়াইট ডিটারজেন্ট পাউডার'র প্রচারে কাজী এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন তারা।
চুক্তিরশর্ত অনুসারে, তারা দু'জন বছরজুড়ে মি. হোয়াইটের সব প্রচারণামূলক কাজে 'হোয়াইট ব্র্যান্ড পরিচিত মুখ' হিসেবে কাজ করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজ লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইশতিয়াক নাহিদ, হেড অব সেলস সোহেল হাওলাদার, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল মনসুরসহ আরো অনেকে।
জানা গেছে, শখ ও সুমন অভিনীত মি. হোয়াইটের বিজ্ঞাপনি সব কার্যক্রম খুব শিগগিরই দর্শকদের সামনে আসবে।
বিজ্ঞাপনে অভিনয় ছাড়াও পণ্যটির প্রচারণায় বিলবোর্ডেও তাদের দেখা যাবে।
এসজে/এইচএম