শিশু নিগ্রহের বছর ২০১৬

সোমবার, ১৩ মার্চ ২০১৭ , ০৬:১৫ পিএম


শিশু নিগ্রহের বছর ২০১৬

২০১৬ সিরীয় শিশুদের জন্য একটি ভয়ানক বছর। এ তথ্য জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের।

বিজ্ঞাপন

সোমবার সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে,  সিরিয়ায় গৃহযুদ্ধের গেলো  বছরগুলোর  তুলনায় ২০১৬ সালেই সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে। গেলো বছর নিহত হয় অন্তত ৬৫২ শিশু। এদের ২৫৫ জনই নিহত হয়েছে স্কুলে কিংবা স্কুলের কাছে। ২০১৫ সালের তুলনায় শিশু নিহতের এ সংখ্যা ২০ শতাংশ বেশি। তাছাড়া ৬৪৭ জন আহত হয়েছে। কেবল যাচাই করা মৃতের সংখ্যা হিসেব করেই এ পরিসংখ্যান দেয়া হয়েছে। ফলে প্রকৃত মৃতের সংখ্যা আরো বেশিও হতে পারে বলে জানায় ইউনিসেফ।

 সংস্থাটি আরো জানায়, গেলো বছর আনুমানিক ৮৫০ জনের বেশি শিশুকে লড়াইয়ে নামানো হয়েছে। ২০১৫ সালের তুলনায় এ সংখ্যা দ্বিগুণ বেশি। যুদ্ধে যোগ দেয়া এসব শিশুরা সম্মুখ সারিতে লড়াই করার পাশাপাশি কখনো আত্মঘাতী বোমা হামলাকারী কিংবা বন্দিশালার প্রহরী এমনকি জল্লাদ হিসেবেও কাজ করেছে।

বিজ্ঞাপন

এ নিয়ে ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক গ্রিট ক্যাপেলায়ে বললেন, ‘সিরিয়ার শিশুরা এভাবে নজিরবিহীন দুর্ভোগ পোহাচ্ছে। লাখ লাখ শিশু সেখানে প্রতিদিন হামলার শিকার হচ্ছে।’

তিনি বলেন, দেশটিতে লাখ লাখ শিশু হামলার শিকার হওয়ায় তাদের জীবনযাত্রা অস্থিতিশীল হয়ে পড়ছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ৬০ লাখ শিশু মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল। এ সংখ্যা ২০১২ সালের তুলনায় ১২ গুণ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া ২৮ লাখ শিশু এমন দুর্গম জায়গায় অবস্থান করছে যাদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব।

বিজ্ঞাপন

সিরিয়ার প্রায় ২৩ লাখ শিশু তুরস্ক, লেবানন, জর্ডান, মিশর ও ইরাকে শরণার্থী হিসেবে বসবাস করছে।

২০১১ সালের মার্চ মাসে সিরিয়া সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ৩ লাখ ১০ হাজারের বেশি লোক নিহত এবং লাখ লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

এপি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission