আমেরিকার নারী সাংবাদিক এ্যালিসন জয়েসকে উত্যক্ত ও হেনস্থা করার অভিযোগে কুষ্টিয়ার আবাসিক হোটেল ‘খেয়া’র মালিক বিশ্বনাথ সাহা বিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বাল্য বিবাহ নিয়ে কুষ্টিয়ায় কাজ করতে এসে আমেরিকান ফ্রিল্যান্স ফটো সাংবাদিক এ্যালিসন জয়েস গেলো ৬ মার্চ রাতে কুষ্টিয়ার ‘খেয়া’ আবাসিক হোটেলে উঠেন। গভীর রাতে মদ্যপ অবস্থায় হোটেল মালিক বিশ্বনাথ এ্যালিসন জয়েস’র রুমের দরজা খোলার জন্য ধাক্কাধাক্কি করেন।
পরে কুষ্টিয়ার সাংবাদিক খবর পেয়ে এ্যালিসনকে উদ্ধার করেন। পরদিন এ্যালিসন বিষয়টি ফেইসবুকে লিখেন। এ নিয়ে কুষ্টিয়ায় তোলপাড় শুরু হয়।
পরে এ্যালিসনের পক্ষ থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে একটি লিখিত অভিযোগ করা হয়।
এমকে