দেশীয় ছবির জনপ্রিয় নায়ক আরিফিন শুভ ও তানহা তাসনিয়া জুটির প্রথম ছবি 'ভালো থেকো'। জাকির হোসেন রাজু পরিচালিত ছবির গানের দৃশ্যধারন হচ্ছে নেপালে।
সেখানে পোখরাসহ একাধিক লোকেশনে দু'টো গানের শুটিং হচ্ছে। তার মধ্যে 'মন দিওয়ানা' নামে গানে কণ্ঠ দিয়েছেন ইমরান।
আর এ গান দু'টোর মাধ্যমে ক্যামেরা ক্লোজ হবে। এখন এডিটিংয়ের কাজ চলছে।
জাকির হোসেন রাজু পরিচালিত ছবির চিত্রনাট্য লিখেছেন দিল মোহাম্মদ দিল।
পরিচালকের ভাষ্য, এখন অনেক ছবির বিরুদ্ধেই নকলের অভিযোগ থাকে। তবে ভালো থেকো সেদিক থেকে আলাদা। এখানে ছবির গল্প থেকে শুরু করে পোশাক ভাবনা সবকিছুতেই নতুনত্ব থাকবে।
জানা গেছে, যেকোনো একটি উৎসবে ছবিটি মুক্তি দেয়া হবে।
এইচএম