মানুষের চোখের পানি মুছতে ক্ষমতা চান এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৮ মার্চ ২০১৭ , ০৭:৫১ পিএম


মানুষের চোখের পানি মুছতে ক্ষমতা চান এরশাদ

মানুষের চোখের পানি মুছতে, সুশাসন প্রতিষ্ঠা ও সবার নিরাপত্ত্বা দিতে আরেকবার ক্ষমতায় যেতে চান বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর মহানগর জাতীয় পার্টি দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

এরশাদ বলেন, উত্তরবঙ্গে জয়ী হলে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারবে, তাই রংপুর বিভাগের ৩২টি আসনে আমাদের জিততে হবে।তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে তাদের সমর্থন না করায় আমাকে ৬ বছর জেলে অকথ্য নির্যাতন করেছে। 

বিজ্ঞাপন

একুশ বছর পর জাতীয় পার্টির সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও সঠিক মূল্যায়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন, নারী সাংসদ শাহানারা বেগম, চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা, জেলা সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মকবুল শাহরিয়ার আসিফসহ আরো অনেকে।

সম্মেলনে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে সভাপতি ও এসএম ইয়াসিরকে সাধারণ সম্পাদক করে মহানগরের নতুন কমিটি ঘোষণা করেন এরশাদ। এ সময় মোস্তফাকে সিটি মেয়রের প্রার্থী হিসেবেও ঘোষণা করেন তিনি।

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission