পাকিস্তানে ঐতিহাসিক হিন্দু বিবাহ বিলে সই করলেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন। দেশটিতে প্রথমবারের মতো হিন্দুদের বিবাহ নিবন্ধনের অনুমোদন দেয়া হলো।
সরকারি বিবৃতিতে বলা হয়, রোববার প্রেসিডেন্ট সই করা এ বিল হিন্দু পরিবারের আইনগত অধিকার এবং স্বার্থ রক্ষা করবে। এ আইনের আওতায় হিন্দু ধর্মের অনুসারীরা বিবাহ বিচ্ছেদ এবং পুনরায় বিবাহের আবেদনের সুযোগ পাবেন। এছাড়া আইনটি বিবাহ বিচ্ছেদের পর নারী ও শিশুর আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করবে।
পাকিস্তান হিন্দু পরিষদের প্রধান রমেশ কুমার ভাঙ্কওয়ানি বলেন, এ আইন পাস হওয়ায় এখন পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের অনেক সমস্যার সমাধান সহজ হবে। এর ফলে হিন্দু বিবাহ নিবন্ধনের সব জটিলতার অবসান ঘটবে। তিনি এ আইনকে স্বাগত জানান।
এপি/ডিএইচ