পাকিস্তানে হিন্দু বিয়ে আইন পাশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২০ মার্চ ২০১৭ , ০৬:৩৮ পিএম


পাকিস্তানে হিন্দু বিয়ে আইন পাশ

পাকিস্তানে ঐতিহাসিক হিন্দু বিবাহ বিলে সই করলেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন। দেশটিতে প্রথমবারের মতো হিন্দুদের বিবাহ নিবন্ধনের অনুমোদন দেয়া হলো।

বিজ্ঞাপন

সরকারি  বিবৃতিতে বলা হয়, রোববার প্রেসিডেন্ট সই করা এ বিল হিন্দু পরিবারের আইনগত অধিকার এবং স্বার্থ রক্ষা করবে। এ আইনের আওতায় হিন্দু ধর্মের অনুসারীরা বিবাহ বিচ্ছেদ এবং পুনরায় বিবাহের আবেদনের সুযোগ পাবেন। এছাড়া আইনটি বিবাহ বিচ্ছেদের পর নারী ও শিশুর আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করবে।

পাকিস্তান হিন্দু পরিষদের প্রধান রমেশ কুমার ভাঙ্কওয়ানি বলেন, এ আইন পাস হওয়ায় এখন পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের অনেক সমস্যার সমাধান সহজ হবে। এর ফলে হিন্দু বিবাহ নিবন্ধনের সব জটিলতার অবসান ঘটবে। তিনি এ আইনকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

এপি/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission