‘কথা হাছা দলে কাউয়া ঢুকছে’

বুধবার, ২২ মার্চ ২০১৭ , ০৫:১৯ পিএম


‘কথা হাছা দলে কাউয়া ঢুকছে’

সরকার ক্ষমতায় আছে তাই প্রচারলীগ, তরুণলীগ, কর্মজীবী লীগ, ডিজিটাল লীগ, হাইব্রিড লীগের ছড়াছড়ি। কথা হাছা, সংগঠনে কাউয়া (কাক) ঢুকছে। বিপদের সময় এদের পাওয়া যাবে না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

বুধবার সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জায়গায় জায়গায় কাউয়া আছে। পেশাহীন পেশিজীবী দরকার নেই আওয়ামী লীগে। ঘরের ভেতর ঘর আর মশারির ভেতর মশারি টানানো চলবে না। আসছে  নির্বাচনের দেড় বছর সময় বাকি। এর আগেই দলকে সুশৃঙ্খল করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আসছে নির্বাচনে দলকে ফের ক্ষমতায় আনতে কম কথা বলে বেশি বেশি কাজ করুন। আওয়ামী লীগকে হাইব্রিড নেতাদের কাছ থেকে বাঁচিয়ে রাখুন। আমাদের কোনো সন্ত্রাসী ও গডফাদার প্রয়োজন নেই। জনগণকে খুশি রাখতেই নেতা-কর্মীদের কাজ করতে হবে।

সড়কমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সংগঠনের নামে রাজনৈতিক দোকান খোলা হচ্ছে। এসব চলতে দেয়া হবে না। যারা এসব দোকান খোলার চেষ্টা করবে তাদের পুলিশে দিতে হবে।

 

বিজ্ঞাপন

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission