লক্ষ্মীপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে এ আদেশ দেন লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ একেএম আবুল কাশেম।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন - রহিম (২৭), সানা উল্যাহ (৩৭), আবুল কাশেম মাঝি (৩২), হারুন (৩২)
পাবলিক প্রসিকিউটর আবুল বাসার আরটিভি অনলাইনকে বলেন, ২০১৪ সালের ২২ ডিসেম্বর রাতে কমলনগর উপজেলায় এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করা হয়। পরে ২৯ ডিসেম্বর গৃহবধূর স্বামী ৫ জনের নামে কমলনগর থানায় ধর্ষণ মামলা করেন।
২০১৫ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।
আর/এসজে