ঢাকা

বিবাহ বহির্ভূত সম্পর্কে কারাদণ্ড পাওয়া জুটির সাজা মওকুফ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ মার্চ ২০২১ , ০৫:৪৩ পিএম


loading/img
সংগৃহীত

একজন নারী ও পুরুষ বিয়ে বহির্ভূত সম্পর্কের এক মামলায় অভিযুক্ত প্রমাণিত হয়েছে। কিন্তু ওই জুটিকে অব্যাহতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’র আপিল আদালত।

বিজ্ঞাপন

এর আগে শারজাহ’র অপরাধ আদালত প্রথমবারের মতো এক ফিলিস্তিনি জুটিকে এই মামলায় ছয় মাসে কারাদণ্ড দেন। কারাদণ্ড শেষে তাদের ফিলিস্তিনে পাঠানোরও নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন : ফেঁসে যাচ্ছেন নাসিরের স্ত্রী তামিমা!

গত বছরের ২ নভেম্বর এই রায় ঘোষণা করেন আদালত। ওই জুটি শারজাহ’য় একটি গাড়ির মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে বলে অভিযোগ করা হয়।

পরে তাদের মামলা সরকারি কৌঁসুলির অফিসের পাঠানো হয়। তারা এই জুটিকে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে আদালতে পাঠায়।

তবে আদালতে হাজির হয়ে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এই জুটি। কিন্তু আদালত তাদের অভিযুক্ত করে কারাদণ্ডাদেশ দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন : ভারতে স্বর্ণের দাম কমলো ১০ হাজার

পরে এই জুটির আমিরাতি আইনজীবী সেলিম বিন সাহো আদালতের এই রায়ের বিরুদ্ধে আবেদন করেন। তিনি তাদের মুক্তির আবেদন জানান।

তিনি আদালতকে বলেন, গত বছর এ ধরনের সম্পর্ক আর অবৈধ নয় বলে আইনে সংশোধন এনেছে আমিরাত সরকার। তাই যে মামলায় তাদের সাজা দেয়া হয়েছে তা এখন আর অপরাধ বলে বিবেচিত না।

আরও পড়ুন : গোসলের ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ভাবিকে দিনের পর দিন ধর্ষণ

ওই আইনজীবীর এই যুক্তিতর্কের পর আপিল আদালত চলতি বছরের ১০ জানুয়ারি এই জুটিকে মুক্তি দেয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |