স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লেগানেসকে ৪-২ গোলে হারিয়েছে লস-ব্লাঙ্কোসরা। আর সেভিয়ার বিপক্ষে ব্লগ্রানাদের জয় ৩-০ গোলে।
ক্যাম্প ন্যু'তে খেলার ২৫ মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল থেকে বার্সেলোনাকে লিডে আনেন লুইস সুয়ারেজ।
২৮ মিনিটে প্রতি আক্রমণে এবার সুয়ারেজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। পাঁচ মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন খুদে জাদুকর।
অন্য ম্যাচে এস্তাদিও মিউনিসিপাল দি বুতার্কে খেলার ১৫ মিনিটে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন হামেস রদ্রিগেজ।
১৮ ও ২৩ মিনিটে জোড়া আঘাতে ব্যবধান ৩-০ করেন আলভারো মোরাতা। তবে ৩২ মিনিটে আপেত পিয়ার্স ও ৩৪ মিনিটে লুসিয়ানো নেভেসের গোলে ব্যবধান ৩-২ করে লড়াইয়ের আভাস দেয় লেগানেস।
কিন্তু ৪৮ মিনিটে মোরাতা হ্যাটট্রিক পূর্ণ করলে জয়ের সঙ্গে শীর্ষস্থান নিশ্চিত হয় জিনেদিন জিদানের শিষ্যদের।
ওয়াই/