স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় শনিবার আলাদা ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় স্পোর্টিং গিজনের বিপক্ষে মাঠে নামবে বার্সা। আর অপর ম্যাচে রাত পৌঁনে ১টায় রিয়ালের মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বার্সেলোনার। সবশেষ ম্যাচে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে হেরেছে তারকাসমৃদ্ধ দলটি।
এর আগে লিগে নিজেদের শেষ খেলায় মালাগার মাঠ থেকে ২-০ ব্যবধানে হেরে আসে বার্সা। লাল কার্ড আর রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে নেইমারের তিন ম্যাচের নিষেধাজ্ঞা শনির দশা হয়েছে কোচ এনরিকের জন্য।
তবে দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। সবশেষ চ্যাম্পিয়নস লিগে রোনালদোর দারুণ নৈপুণ্যে জয় তুলে নিয়েছে জিদানের দল। ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না গ্যারেথ বেল।
এখন পর্যন্ত ৩০ খেলায় ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। আর এক ম্যাচ বেশি খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।
ডিএইচ