টালিউডের জনপ্রিয় নায়ক জিত অভিনীত 'বস টু' ছবির ফাস্ট লুক রোববার ইউটিউবে প্রকাশ হয়েছে।
৪১ সেকেন্ডের পুরো টিজার জুড়েই জিত হিরোগিরি দেখিয়েছেন।
লাগাতার ডায়লগবাজিতে আভাস দিচ্ছে 'বস'র মতো এ ছবিটিও উত্তেজনার পারদ ছড়াবে।
বাবা যাদব পরিচালিত ছবিতে জিতের বিপরীতে রয়েছেন নুসরাত ফারিয়া ও শুভশ্রী।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি।
আসছে রোজার ঈদে ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি। আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন জাজের সিইও আলিমুল্লাহ খোকন।
২০১৩ সালে কলকাতায় জিত ও শুভশ্রী অভিনীত 'বস' ছবিটি মুক্তি পায়। এটি তামিল ছবির রিমেক ছিল। তবে দ্বিতীয় কিস্তির কোনো ছবির রিমেক না এমনটাই জানিয়েছেন জিত।
জিত, ফারিয়া ও শুভশ্রী ছাড়া আরো অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান, সীমান্ত।
এইচএম