রাবতার টাইটেল গানে ব্যাপক বোল্ড ও সেক্সি লুকে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা।
বৃহস্পতিবার গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দীনেশ বিজনের ‘রাবতা’র প্রধান চরিত্রে সুশান্ত রাজপুত আর কৃতী শ্যানন। ছবিতে যে দীপিকা পাডুকোনকে দেখা যাবে সে খবর অনেকের কাছেই ছিল না।
বৃহস্পতিবার রীতিমত সবাইকে চমকে দিয়ে মুক্তি পায় রাবতা গানের ভিডিওটি।
পরিচালক দীনেশ বিজন জানান, দীপিকা তার ছবির জন্য ‘লাকি চার্ম’। এর আগে লাভ আজকাল, ককটেল ছবিতে দীনেশের সঙ্গে কাজ করেছেন বি টাউনের এ সুন্দরী।
দু’টো সিনেমাই দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। আর এজন্যই সুশান্ত-কৃতী অভিনীত রাবতায় একটি ক্যামিও চরিত্রের জন্য দীপিকাকে অনুরোধ করেন দীনেশ। তাতে রাজিও হয়ে যান ডিপস।
এইচএম