মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তদন্তে নিজের নাম না থাকার দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এফবিআই পরিচালক জেমস কোমিকে ‘শোবোট’ ও ‘গ্র্যান্ডস্ট্যান্ডার’ হিসেবে বহিষ্কার করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কোমিকে বরখাস্তের সিদ্ধান্তটি তিনি একাই নিয়েছেন।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপ ও পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল ফাঁস সংক্রান্ত ঘটনাগুলো নিয়ে তদন্ত করে আসছিলেন কোমি।
তাকে বরখাস্তের কারণ হিসেবে ট্রাম্প বলেন, ‘তিনি একজন অসাধারণ অভিনেতা।
তার অধীনে এফবিআই সংশয়ের মধ্যে চলছিল। কারো অনুরোধে নয়, আমি নিজ সিদ্ধান্তেই কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।’
তবে কোমির পূর্ববর্তী সফলতাকে খাটো করে দেখানোর জন্য ট্রাম্প এ ধরণের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
এফবিআই প্রধানকে বরখাস্তের পর প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, ‘আমি কোমিকে জিজ্ঞেস করেছি, যদি সম্ভব হয় আমাকে বলুন, তদন্তে আমার নাম আছে কিনা।
উত্তরে তিনি বলেছিলেন, আপনার ওপর কোনও তদন্ত চলছে না'।
এপি/ এমকে