টেলিভিশন লাইভে নারী সাংবাদিককে চুমু দেয়ায় ফ্রান্সের টেনিস খেলোয়াড় ম্যাক্সিম হামউকে ফ্রেঞ্চ ওপেন থেকে বহিষ্কার করা হয়েছে।
ইউরো স্পোর্টস চ্যানেলের প্রতিবেদক ম্যালি থমাস ফ্রেঞ্চ ওপেনের সংবাদ সংগ্রহ করছিলেন।
প্রথম রাউন্ডে হারের পর হামউয়ের সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে তাকে কাছে টানেন। পরে তার গালে চুমু দিতে থাকেন।
বিব্রতকর অবস্থায় ওই সাংবাদিক নিজেকে ছাড়িয়ে নেন। পরে তাকে কাছে আবারও কাছে টেনে নিয়ে আসেন ২১ বছর বয়সী টেনিস খেলোয়াড়। এবং চুমু দিতে থাকেন।
এরপর ম্যালির কাধে হাতও রাখেন র্যাংকিংয়ে ২৮৭ নম্বরে থাকা এ খেলোয়াড়।
কথা বলতে বলতেই ম্যালি নিজেকে ছাড়িয়ে নেন।
ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন জানায়, হামাউয়কে ফ্রেঞ্চ ওপেন থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার তদন্ত করা হবে।
হাফিংটন পোস্টকে সাংবাদিক ম্যালি জানান, আমি যদি লাইভে না থাকতাম, তাহলে অবশ্যই তার মুখে ঘুষি দিতাম।
এদিকে হামাউ নিজ ফেসবুকে ম্যালির কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেছেন।
এতে তিনি বলেছেন, আমার আচরণে যদি ম্যালি থমাস কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আমার গভীরভাবে ক্ষমা চাচ্ছি।
হামাউ আরো বলেন, ম্যালিকে আমি ব্যক্তিগতভাবে চিনি ও তার প্রতি আমার গভীর শ্রদ্ধাবোধ আছে। আর তাই ফ্রেঞ্চ ওপেনে আমার পর করা চমৎকার সময়গুলো তার সঙ্গে শেয়ার করেছিলাম।
তিনি বলেন, আমি এখনও একজন ভালো টেনিস খেলোয়াড় ও ভালো মানুষ হবার চেষ্টায় আছি।
ওয়াই/ এমকে