ব্রিটেন নির্বাচন : হাড্ডাহাড্ডি লড়াইয়ে লেবার-কনজারভেটিভ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ০৯ জুন ২০১৭ , ১০:১৭ এএম


ব্রিটেন নির্বাচন : হাড্ডাহাড্ডি লড়াইয়ে লেবার-কনজারভেটিভ

বিপুল উৎসাহ ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্রিটেনে মধ্যবর্তী জাতীয় নির্বাচনে চলছে ভোট গণনা। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, সেখানে কিছুটা এগিয়ে রয়েছে কনজারভেটিভ পার্টি।

বিজ্ঞাপন

কনজারভেটিভ পার্টি পেয়েছে ২৮৮টি আসন এবং লেবার পার্টি পেয়েছে ২৪৫টি আসন। ১৪ হাজার ভোটের ব্যবধানে সেখানে জয়ী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত লেবার নেতা রূপা হক।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টায় এ ভোটগ্রহণ শেষ হবার পর এখন ভোট গণনা চলছে।

বিজ্ঞাপন

বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে আবার ক্ষমতায় ফিরবেন, নাকি বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন নতুন প্রধানমন্ত্রী হবেন- তা জানতে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

ব্রেক্সিট ইস্যুতে আয়োজিত গণভোটে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাবার পক্ষে রায় দিলে পদত্যাগ করেন ডেভিড ক্যামেরন। এরপর থেরেসা মে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আসেন।

আগাম নির্বাচনের বিরুদ্ধে বারবার বক্তব্য দিয়ে আসলেও ১৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

বিজ্ঞাপন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ার (ব্রেক্সিট) প্রস্তুতিতে বিরোধী দলগুলো ঝামেলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন টেরেসা, তাই আগাম নির্বাচনের এ ঘোষণা বলে তিনি জানান।

এপি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission