লন্ডনে ২৭ তলা ভবনে অগ্নিকাণ্ড, আহত ৫০ (লাইভ)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৪ জুন ২০১৭ , ০২:৪৯ পিএম


লন্ডনে ২৭ তলা ভবনে অগ্নিকাণ্ড,  আহত ৫০ (লাইভ)

লন্ডনের পশ্চিমাঞ্চলীয় লাটিমের রোডে ২৭ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৫০ জন । বহু মানুষ ওই বহুতল ভবনটিতে আটক পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ অগ্নিকাণ্ডের সময় ভবনের বেশিরভাগ মানুষই নিজেদের অ্যাপার্টমেন্টে ঘুমিয়ে ছিলেন। 

বিজ্ঞাপন

আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা ধরে ৪০টি দমকলের গাড়ি নিয়ে ২শ দমকলকর্মী কাজ করছেন।

বিজ্ঞাপন

লন্ডনের দমকল বাহিনী জানান, গ্রেনফেল নামের ওই বহুতল ভবনটিতে রয়েছে মোট ১২০টি ফ্ল্যাট। দ্বিতীয় তলা থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ১৬ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। 

বিজ্ঞাপন

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বহুতল এ আবাসিক ভবনটি লন্ডনের পশ্চমাংশের নটিংহিলের ল্যাংকাস্টার ওয়েস্ট স্টেটের লাটিমার রোডে অবস্থিত।

২৭ তলা এ ভবনটিতে ১২০টি ফ্ল্যাট রয়েছে। ভবনের দু’তলা থেকে এ আগুনের সূত্রপাত। এরমধ্যে ওই ভবন থেকে উদ্ধার হওয়া অনেকেই  ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। 

এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানান, আগুনের ঘটনার পর সেখানকার বাসিন্দাদের নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নেয়ার কাজ চলছে।

এপি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission