ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০১৭ , ০৬:৪১ পিএম


ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩৯

ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আহত হয়েছেন প্রায় ৩৯ জন।

বিজ্ঞাপন

আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, (ইউএসজিএস) বৃহস্পতিবার এ কম্পনটির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণ-পশ্চিমাংশের লেইতি প্রদেশের রাজধানী শহর তাকলোবান। এতে দেশটির বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে।

এবিসি নিউজ জানায়, এদিন কৃষি শহর কাঙ্গানার একটি ভবন ধসে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

ভাইস মেয়র এলমার কোডিলা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।

পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, ভবনটি দু’তলা ছিল। এর নিচে একটি দোকান ও বিউটি পার্লার ছিল।

এদিকে অরমক শহরের মেয়র রিচার্ড গোমেজ জানান, দার শহরে ২৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে দেশটির কয়েকটি গণমাধ্যম জানায়, বিভিন্ন শহরের আতঙ্কিত হয়ে বাসা থেক নামতে গিয়ে আহত হবার খবর পাওয়া গেছে।

ওয়াই/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission