• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভারতের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২৪, ১৬:৫৬
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল (ছবি: সংগৃহীত)

ইরানের সঙ্গে বন্দর পরিচালনার জন্য ভারত ১০ বছরের চুক্তি স্বাক্ষর করার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তেহরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির কথা বিবেচনা করলে যেকোনো দেশের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি

জানা গেছে, পাকিস্তান সীমান্তের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর উন্নয়নের জন্য ২০১৬ সালে ভারত একটি চুক্তি করেছিল। সোমবার (১৩ মে) দেশটি ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করেছে। ভারতের জাহাজমন্ত্রী একে ‌‘ভারত-ইরান সম্পর্কের ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। তবে এই পদক্ষেপটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালভাবে নাও যেতে পারে, যারা গত তিন বছরে ইরান-সম্পর্কিত সংস্থাগুলির ওপর ৬ শতাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেলকে এই চুক্তির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে এবং ওয়াশিংটন তা বাস্তবায়ন অব্যাহত রাখবে।

তিনি বলেন, ইরানের সঙ্গে যে কোনো সংস্থাই ব্যবসা করার কথা ভাবুক না কেন, তাদের সম্ভাব্য ঝুঁকি এবং এসএ'র সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে মসজিদের সমীক্ষা ঘিরে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ৩
জয়সাওয়ালের পর কোহলির সেঞ্চুরি, চালকের আসনে ভারত
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার নিয়োগ
দুর্দান্ত প্রত্যাবর্তনে বড় লিডের পথে ভারত