ছাত্র আন্দোলন
জাতিসংঘকে সহিংসতার সব ঘটনা তদন্তের আহ্বান আইসিএসএফের
বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলনের মধ্যে ঘটে যাওয়া সহিংসতার সব ঘটনা জাতিসংঘকে তদন্তের আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ)।
শনিবার (১৭ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ককে কিছু বিষয়ে উদ্বেগ ও পরামর্শ তুলে ধরে একটি খোলা চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও ন্যায়বিচারের পক্ষে কাজ করা লন্ডনভিত্তিক সংগঠনটি।
চিঠিতে বলা হয়, শিক্ষার্থীদের হত্যার পাশাপাশি সাধারণ নাগরিক, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও হত্যা, সাবেক প্রধানমন্ত্রীর তৃত্বাধীন দলের কর্মীদের ওপর প্রতিশোধমূলক আক্রমণ ও হত্যা, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, সাংস্কৃতিক ও ঐতিহ্যের ওপর হামলা, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যম ও বিচারিক স্বাধীনতার ওপর হামলা, নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের নেতাদের ওপর হামলা প্রভৃতি বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘের কারিগরি দল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইসিএসএফ।
জাতিসংঘের তদন্ত কমিটি ‘শুধু’ ৫ অগাস্ট পর্যন্ত ঘটনার তদন্ত করবে, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের এমন বক্তব্য তুলে ধরে চিঠিতে বলা হয়, ‘যেহেতু ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করা জাতিসংঘের লক্ষ্য, সেহেতু আমরা বিশ্বাস করি, এই তদন্তের ক্ষেত্রে ৫ আগস্টের আগে-পরে সব ঘটনা যেন তদন্ত করা হয়।’
চিঠিতে আরও বলা হয়, তদন্ত কার্যকর ও বিশ্বাসযোগ্য করার জন্য এখানে তাড়াহুড়ো যেন করা না হয় এবং সাক্ষ্য-প্রমাণ যেন সময় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এছাড়া, মিথ্যা তথ্য ও অপতথ্যের বিষয়ে সতর্ক থেকে তদন্ত কাজ পরিচালনা, সাক্ষীদের সুরক্ষার নিশ্চয়তা দেওয়াসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে এ চিঠিতে।
এতে বিগত সরকারের নেওয়া তদন্ত ও জবাবদিহিতার উদ্যোগকে তদন্তের জন্য বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়ে ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশের বিভাগীয় তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত এবং বিশিষ্ট নাগরিকদের করা জাতীয় গণতদন্ত কমিশনের কার্যক্রমকে বিবেচনায় নিতে বলা হয়েছে।
মন্তব্য করুন