ফিলিস্তিনে রাউহি ফাত্তুহকে উত্তরসূরি ঘোষণা করেছেন মাহমুদ আব্বাস 

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ০১ ডিসেম্বর ২০২৪ , ০৮:১৯ পিএম


ফিলিস্তিনে রাউহি ফাত্তুহকে উত্তরসূরি ঘোষণা দিলেন মাহমুদ আব্বাস 
রাওহি ফাত্তুহকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছেন মাহমুদ আব্বাস। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ৭৫ বছর বয়সী রাওহি ফাত্তুহকে অন্তর্বর্তী উত্তরসূরি মনোনীত করেছেন দেশটির ৮৯ বছর বয়সী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তার অনুপস্থিতিতে বা মৃত্যুর পর দায়িত্ব গ্রহণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন বলা হয়, গত বুধবার রাতে এক বিবৃতিতে মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিন জাতীয় পরিষদের চেয়ারম্যান ৯০ দিনের বেশি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন না এবং এই সময়ের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

মাহমুদ আব্বাস ২০০৫ সাল থেকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে তার স্বাস্থ্যের ক্রমাবনতি নিয়মিত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর পরপরই মূলত, পরবর্তীতে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে জল্পনা বাড়ে। এই ঘোষণায় তার মৃত্যুর পর কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা দূর করেছে। তবে ফাত্তুহকে তার উপপ্রধান হিসেবে মনোনীত করা হয়নি, যার অর্থ দীর্ঘ মেয়াদে কে আব্বাসের উত্তরসূরি হবেন, তা এখনও পরিষ্কার নয়। 

বিজ্ঞাপন

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাঠামোতে মাহমুদ আব্বাসের কোনো ডেপুটি প্রেসিডেন্ট বা উপপ্রধান নেই এবং গত মাসের শুরুর দিকে রয়টার্সকে একটি সূত্র জানিয়েছিল, সৌদি আরব মাহমুদ আব্বাসকে তার একজন ডেপুটি নিয়োগ দিতে চাপ দিয়েছে।

তবে ইসরায়েলের কৃষিমন্ত্রী আভি দিখতার চলতি সপ্তাহে একদল বিদেশি সাংবাদিককে জানান, যদি হামাসের কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেন, তবে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের দখল নেবে।

প্রসঙ্গত, ২০০৫ সালে মাহমুদ আব্বাস চার বছরের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু তারপর থেকে কোনো প্রেসিডেন্ট নির্বাচনই হয়নি। বর্তমানে তিনি খুবই অজনপ্রিয় এবং গত সেপ্টেম্বরের এক জনমত জরিপে দেখা গেছে, পশ্চিম তীরের ৮৯ শতাংশ ফিলিস্তিনি তার পদত্যাগ চান।

বিজ্ঞাপন

অন্যদিকে, ফিলিস্তিনের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ফিলিস্তিন জাতীয় পরিষদের বর্তমান চেয়ারম্যান হলেন রাওহি ফাত্তুহ। যিনি ২০০৪ সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পর অস্থায়ী নেতা হিসেবে সংক্ষিপ্ত সময়ের জন্য দায়িত্ব পালন করেছিলেন।

আরটিভি/কেএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission