যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ০৯:০৪ এএম


যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১১
ছবি: সংগৃহীত

এক সপ্তাহও হয়নি, লেবাননে হিহবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই চুক্তি লঙ্ঘন করে ফেললেন তিনি। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে লেবাননে ফের হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। আর এতে  প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন লেবানিজ সাধারণ নাগরিক।  

সোমবার (২ ডিসেম্বর) লেবাননের দক্ষিণাঞ্চলীয় জেলা নাবাতিয়েহতে এ হামলা চালানো হয়। খবর আল জাজিরা ও দ্য গার্ডিয়ানের। 

বিজ্ঞাপন

এদিকে হামলার কথা স্বীকার করলেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দায় হিজবুল্লাহর ওপরই চাপাতে চাইছে ইসরায়েলি বাহিনী। তবে, হিজবুল্লাহ বলছে, ইসরায়েল প্রথমে তাদের ঘাঁটি লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে, যেখানে দুজনের মৃত্যু হয়েছে। এ হামলার প্রতিক্রিয়ায় সতর্কবার্তা পাঠানোর উদ্দেশ্যে তারা অধিকৃত শেবা ফার্ম এলাকায় ইসরায়েলের ওয়াচ টাওয়ার লক্ষ্য করে দুটি রকেট ছুড়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ইসরায়েলের সবশেষ হামলায় হারিসে পাঁচজন এবং তালাউশাহ গ্রামে চারজন প্রাণ হারিয়েছেন। 

গত ২৬ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যা কার্যকর হয় ২৭ নভেম্বর থেকে। এ চুক্তি সম্পাদনের পর বলা হয়, লেবাননের হিজবুল্লাহসহ দেশটির অন্যান্য সংগঠনের হামলা থেকে ইসরায়েল নিরাপদ থাকবে। চুক্তি অনুসারে, লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে ৬০ দিন সময় বেঁধে দেওয়া হয়। 

কিন্তু যুদ্ধবিরতি চুক্তির এক সপ্তাহ না যেতেই ফের হামলা হলো লেবাননে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চুক্তিতে মধ্যস্থতাকারী ফ্রান্স। ইসরায়েল তার প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ৫২বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে তাদের মিত্র দেশটি। ইসরায়েলের আরেক মিত্র রাষ্ট্র এবং মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগগুলো খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দায় হিজবুল্লাহর ওপর চাপিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, হিজবুল্লাহকে কঠিন জবাব দেবে তার বাহিনী। 

আরটিভি/এসএইচএম-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.