• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

কানাডাতে আশ্রয়ের বিষয়ে সতর্কতামূলক বিজ্ঞাপন

আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৮
কানাডা
ছবি: সংগৃহীত

কানাডায় আশ্রয় পাওয়া কঠিন। সেখানে আশ্রয় পেতে ইচ্ছুকদের মধ্যে এই তথ্য ছড়িয়ে দিতে চায় সে দেশের সরকার৷ সে কারণে সরকারি খরচে অনলাইনে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে৷ আগামী মার্চ মাস পর্যন্ত এই বিজ্ঞাপন কর্মসূচি চলবে৷ খরচ হবে এক লাখ ৭৮ হাজার ৬৬২ মার্কিন ডলার বা সোয়া দুই কোটি টাকা৷

স্প্যানিশ, উর্দু, ইউক্রেনীয়, হিন্দি ও তামিলসহ ১১টি ভাষায় বিজ্ঞাপনগুলো প্রচারিত হবে বলে দেশটির অভিবাসন বিভাগ রয়টার্সকে জানিয়েছে৷

অনলাইনে কানাডায় কীভাবে আশ্রয় পাওয়া যায় বা শরণার্থী কানাডা ইত্যাদি লিখলে কানাডার অ্যাসাইলাম সিস্টেম- অ্যাসাইলাম ফ্যাক্টস নামে স্পন্সর করা তথ্য দেখানো হবে বলে অভিবাসন বিভাগ বলছে৷

বিজ্ঞাপনগুলোর একটি এমন, কানাডায় আশ্রয় পাওয়া সহজ নয়৷ নিয়মকানুন বেশ কঠিন৷ জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যা জানা প্রয়োজন, জেনে নিন৷ পরিবর্তন একটা সময় কানাডা নিজেকে শরণার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে দেখাতে চেয়েছে৷

কিন্তু সাম্প্রতিক সময়ে এতে পরিবর্তন দেখা যাচ্ছে। কানাডায় বাড়ির দাম বাড়ার জন্য অভিবাসীদের দায়ী করছেন অনেকে৷ এছাড়া জরিপে দেখা গেছে, কানাডা খুব বেশি নতুন মানুষদের ঢুকতে দিচ্ছে- এমন ভাবা কানাডীয়র সংখ্যা দিন দিন বাড়ছে।

ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালের জানুয়ারিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটে বলেছিলেন, যারা নিপীড়ন, সন্ত্রাস ও যুদ্ধ থেকে পালাচ্ছেন, কানাডীয়রা তাদের স্বাগত জানাবে- আপনার বিশ্বাস যাই হোক না কেন। বৈচিত্র্যই আমাদের শক্তি।

এমন টুইটের প্রায় আট বছর পর ট্রুডো ১৭ নভেম্বর এক ভিডিওতে বলেন, খারাপ মানুষেরা তাদের নিজেদের স্বার্থে কানাডার অভিবাসন ব্যবস্থাকে শোষণ করছে৷ গতমাসে কানাডার সরকার স্থায়ী ও সাময়িক অভিবাসন কমানোর ঘোষণা দিয়েছে।

কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ও অভিবাসন বিশেষজ্ঞ জেমি চাই ইয়ুন লিউ বলেন, কানাডায় আশ্রয় নিয়ে অনলাইনে অনেক ভুয়া তথ্য আছে৷ বিজ্ঞাপন কর্মসূচির মাধ্যমে সেগুলোর বিরুদ্ধে লড়াই কার্যকর হতে পারে৷ কিন্তু বিজ্ঞাপনে যদি বলা হয়, আপনি স্বাগত নন... তাহলে সেটি কানাডার অতীত মনোভাবের বিপরীত মনে হবে, বলেন তিনি৷

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাস্কের নিউরালিঙ্ককে মানব মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি দিলো কানাডা
শিখ নেতা নিজ্জর হত্যার বিষয়ে সব জানতেন মোদি: দাবি কানাডার
কানাডা ও যুক্তরাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসছে বাংলাদেশে
কানাডায় মানবদেহে প্রথম বার্ড ফ্লু শনাক্ত