• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সবসময় উদার: যুক্তরাষ্ট্র

আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪
ম্যাথিউ মিলার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। আমরা রোহিঙ্গা এবং অন্যান্য অরক্ষিত সম্প্রদায়কে সমর্থনে সবসময় বাংলাদেশের সঙ্গে কাজ করব। রোহিঙ্গা সমস্যা, সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা সবসময় ওয়াশিংটনের অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে মিয়ানমারের রাখাইন প্রসঙ্গ ও রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে এ জবাব দেন ম্যাথিউ মিলার।

বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে গিয়ে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করছে যুক্তরাষ্ট্র। আমরা বর্তমান সরকারের কাছে বিষয়টি স্পষ্ট করেছি।

গণমাধ্যমের স্বাধীনতা সবকিছুর ঊর্ধ্বে মন্তব্য করে ম্যাথিউ মিলার আরও বলেন, যেকোনো মূল্যে গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখা জরুরি। এ সময় বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তারের বিষয়টি আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে সামলানোর আহ্বান জানিয়েছেন মিলার।

আরটিভি/এএইচ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা সমস্যার সমাধানে থাইল্যান্ড যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা ইস্যু একটি বড় ধরনের সমস্যা: প্রধান উপদেষ্টা
মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার
রোহিঙ্গা সহায়তায় ডব্লিউএফপির প্রশংসা পররাষ্ট্র উপদেষ্টার