• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

সৌদি সফরে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ১৮:১৭
ছবি: আলজাজিরা

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি সৌদি আরব গেছেন। এটা তার প্রথম বিদেশ সফর। এ সফরের মধ্য দিয়ে সৌদির সঙ্গে ‘সম্পর্কের নতুন অধ্যায়’ খোলার আশা ব্যক্ত করেছেন সিরিয়ার নতুন এই কূটনীতিক।

বুধবার (১ জানুয়ারি) রাতে একটি দলসহ রাজধানী রিয়াদে পৌঁছান তিনি। খবর আলজাজিরা

বিদ্রোহী বাহিনীর সামরিক অভিযানের মুখে গত ৮ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এরপর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আসাদ আল শাইবানি। এক মাসেরও কম সময়ের মধ্যে প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরব বেছে নিলেন নতুন এই কূটনীতিক।

বুধবার (১ জানুয়ারি) সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সিরিয়ার একটি প্রতিনিধি দল দেশটি সফর করছে। প্রতিনিধি দলে আরও থাকছেন প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা ও গোয়েন্দা প্রধান আনাস খাত্তাব। এদিনই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে স্বাগত জানান সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আবদুল করিম এল খেরেইজি।

রিয়াদ পৌঁছানোর পর আসাদ আল শাইবানি এক এক্স বার্তায় বলেন, আমি এইমাত্র সৌদি আরব পৌঁছলাম। প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা ও জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান আনাস খাত্তাব স্বাগত জানালেন।

তিনি আরও বলেন, স্বাধীন সিরিয়ার ইতিহাসে এটা প্রথম বিদেশ সফর। এর মাধ্যমে আমরা সিরিয়া-সৌদি সম্পর্কের একটি নতুন ও উজ্জ্বল অধ্যায় খুলতে চাই যা দুই দেশের মধ্যে দীর্ঘ ও অভিন্ন ইতিহাসের কথা বলবে।

এই সফরের আগে সম্প্রতি সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারা সৌদি সংবাদমাধ্যম আল অ্যারাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণে সৌদি আরবের বড় ভূমিকা রাখছে। সিরিয়াকে স্থিতিশীল করার জন্য রিয়াদের প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি।

আরটিভি/এমএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসীদের সুখবর দিল সৌদি সরকার
ওমরাহ পালনকারীদের জন্য সুখবর