ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ১১:২০ পিএম


ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া
ছবি: এনডিটিভি

সৌদি আরবের রাজধানী রিয়াদে গত সপ্তাহে ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাবে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য  জানান পুতিন।

এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে তিনি বলেন, যেকোনো যুদ্ধবিরতির বিষয়টি অবশ্যই দ্বন্দ্বের মূল কারণ সংশ্লিষ্ট হতে হবে এবং এটির বিস্তারিত আরও জানতে হবে।

বিজ্ঞাপন

পুতিন বলেন, আমরা যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি। কিন্তু আমরা এমনভাবে আগাব যেন এই বিরতি একটি দীর্ঘকালীন শান্তিতে পরিণত হয় এবং এটি এই দ্বন্দ্বের আসল কারণকে নিঃশেষ করবে।

অবশ্য এর আগে এই অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার ইঙ্গিত দিয়েছিল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ পররাষ্ট্র নীতি কর্মকর্তা ইউরি উসাকোভ তখন জানান, ৩০ দিনের যে অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, সেটি ইউক্রেনের সেনাদের যুদ্ধক্ষেত্রে স্বস্তি দেবে। এতে ইউক্রেনীয় সেনারা লাভবান হবে। আর তাই এই অস্থায়ী যুদ্ধবিরতিতে তারা আগ্রহী নয়।

দেশটির রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি বলেছি এই যুদ্ধবিরতি আর কিছু নয়, এটি ইউক্রেনীয় সেনাদের জন্য একটি বিরাম বা অবকাশ। আমাদের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি। যেটি আমাদের দেশের বৈধ স্বার্থগুলোকে দেখবে। আমার কাছে মনে হচ্ছে, এই পরিস্থিতিতে ভুয়া শান্তি কার্যক্রমের কোনো প্রয়োজন কারও আছে।

বিজ্ঞাপন

অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আপনারা প্রত্যাখ্যান করছেন কি না এমন প্রশ্নের জবাবে ইউরি উসাকোভ জানান, এ ব্যাপারে রাশিয়ার অবস্থান বিস্তারিত জানাবেন পুতিন। 

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে দুই দেশের মধ্যে চলছে যুদ্ধ।

সূত্র: রয়টার্স

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission