তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের হাককারি প্রদেশের একটি সেনাঘাঁটিতে গাড়িবোমা হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন সেনাসদস্য এবং ৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন। আহত হয়েছেন ২৭ জন ।
বিজ্ঞাপন
রোববার সিমদিনলি এলাকার একটি চেকপয়েন্টে ওই গাড়িবোমা হামলা হয়। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুর হামলার জন্য পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে) দায়ী করেছে। এ সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে থাকে তুর্কি সরকার।
এপি/এমকে