দূতাবাস কর্মীদের বহিষ্কার করলে প্রতিশোধ নেবে ফ্রান্স

ডয়চে ভেলে

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ১১:১৩ পিএম


দূতাবাস কর্মীদের বহিষ্কার করলে প্রতিশোধ নেবে ফ্রান্স
ছবি: সংগৃহীত

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো সোমবার জানিয়েছেন, আলজেরিয়া সরকার ফ্রান্স দূতাবাসের ১২ জন কর্মীকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

সপ্তাহান্তে ফ্রান্সে আলজেরিয়ার এক কনসুলার এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তারের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার সূত্রপাত হয়। ঐ ব্যক্তিরা আলজেরিয়ার সরকারবিরোধী জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আমির বুখোর্স ওরফে ‘আমির ডিজেড’কে অপহরণের সঙ্গে জড়িত ছিলেন বলে ফ্রান্স অভিযোগ করেছে। গতবছর এপ্রিলে তাকে অপহরণ করা হয়েছিল। এর একদিন তাকে ছেড়ে দেওয়া হয়।

২০১৬ সালে ফ্রান্সে আশ্রয় নেওয়া আমির ডিজেড ২০২৩ সালে রাজনৈতিক আশ্রয় পান। তার বিরুদ্ধে জালিয়াতি ও সন্ত্রাসবাদের অভিযোগে নয়টি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

বিজ্ঞাপন

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, আমি আলজেরিয়ার কর্তৃপক্ষকে অনুরোধ করছি, তারা যেন বহিষ্কারের সিদ্ধান্ত থেকে সরে আসেন, নইলে আমাদের আর কোনো উপায় থাকবে না এবং তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নিতে হবে।

ঘটনায় আরও দুজন আলজেরিয়ান নাগরিককেও অভিযুক্ত করেছে ফরাসি কর্তৃপক্ষ। আলজেরিয়া এই গ্রেপ্তারকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে বাধা হিসেবে উল্লেখ করেছে।

ফরাসি কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আলজেরিয়া। তবে, চলমান উত্তেজনায় দুই দেশের মধ্যে আবারও দূরত্ব তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ গত বছর পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে মরক্কোর অবস্থানের প্রতি তার সমর্থন প্রকাশের পর ফ্রান্স ও আলজেরিয়ার সম্পর্কে বড় ধরণের অস্থিরতা তৈরি হয়েছিল। সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মাঝেই এই নতুন সংকট সৃষ্টি হলো।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission