আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন অ্যান্ডি পুডজার।
এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, শ্রমিকদের হয়ে পুডজারের লড়াইয়ের রেকর্ড রয়েছে। পুজডার শ্রমিকদের জীবনকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করবেন ।
সি কে ই রেস্টুরেন্টস’র প্রধান নির্বাহী অ্যান্ডি পুডজার শ্রমিকদের ন্যুনতম মজুরি বাড়ানোর বিরোধিতাকারী ব্যবসায়ী ।
বৃহস্পতিবার ট্রাম্পের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে আরো বলা হয়, ‘যেসব অপ্রয়োজনীয় নীতিমালা কাজের ক্ষেত্র কমাচ্ছে এবং মজুরি দমিয়ে রাখছে সেগুলো থেকে ছোট ছোট ব্যবসা ক্ষেত্রগুলোকে তিনি (পুজডার) বাঁচাবেন।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুডজার প্রায়ই দাবি করে থাকেন যে ন্যুনতম মজুরি হার বেশি হলে তা কাজের ক্ষেত্র কমাবে, চাকরি নষ্ট করবে। ৪০ লাখেরও বেশি মার্কিন শ্রমিকের ওভারটাইম’র টাকা বাড়ানোর লক্ষ্যে শ্রম মন্ত্রণালয়ের আরোপ করা একটি নতুন নিয়মেরও সমালোচনা করেন তিনি। ফাস্টফুড কর্মীদের মজুরি দ্বিগুণ করে ন্যুনতম ১৫ ডলার নির্ধারণ করার জন্য দেশব্যাপী যে ক্যাম্পেইন চলছে তাও প্রত্যাখ্যান করেছেন অ্যান্ড্রু পুজডার। কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মজুরির বিষয়টিও শ্রম মন্ত্রণালয় দেখভাল করে থাকে। অথচ সে শ্রম মন্ত্রণালয়ের জন্যই বিতর্কিত অ্যান্ড্রু পুজডারকে বেছে নিয়েছেন ট্রাম্প।
এপি/এসজেড