প্রথম পোপ হিসেবে ইরাক যেতে চান পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ জুন ২০১৯ , ০৮:৫৮ এএম


প্রথম পোপ হিসেবে ইরাক যেতে চান পোপ ফ্রান্সিস
ছবি: সংগৃহীত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস সোমবার বলেছেন, তিনি আগামী বছর ইরাক সফরে যেতে চান। পোপ ফ্রান্সিস যদি এই সফর করেন তাহলে তিনিই হবেন প্রথম কোনও পোপ যিনি ইরাক যাবেন।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চলে খ্রিস্টানদের জন্য দাতব্য কাজ পরিচালনা করে এমন একটি গ্রুপের সদস্যদের সামনে ভাষণ দেয়ার সময় পোপ ফ্রান্সিস এমন মন্তব্য করেন।

পোপ ফ্রান্সিস বলেন, যখনই আমি ইরাকের কথা ভাবি তখন আমার চিন্তা বেড়ে যায়। আগামী বছরই সেখানে আমার যাওয়ার ইচ্ছা আছে।

বিজ্ঞাপন

যুদ্ধ আর সংঘাতের কারণে ইরাকসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে খ্রিস্টানদের পালিয়ে যাওয়ার খবর আসছে। আইএস সদস্যরা ইরাকের বিশাল এলাকা দখল করে নেয়ার পর দেশটিতে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে বলে দাবি খ্রিস্টান সম্প্রদায়ের।

যদিও কয়েক মাস আগে মধ্যপ্রাচ্যে গৃহযুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপকে দায়ী করেছিলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

সাবেক পোপ জন পল ২০০০ সালে একবার ইরাকের প্রাচীন উর নগরী ভ্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু তৎকালীন ইরাকি নেতা সাদ্দাম হোসেনের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর তার ওই সফর বাতিল হয়ে যায়। পোপ জন তার ওই সফরে ইরাক ও মিশর হয়ে ইসরায়েল যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

বিজ্ঞাপন

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission