ঢাকা

রাস্তায় জুমআ’র নামাজের প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিজেপির আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬ জুন ২০১৯ , ০৩:০৪ পিএম


loading/img
হাওড়ার বালিখালে রাস্তা আটকে হনুমান চালিশা পাঠও করছে বিজেপির নেতাকর্মীরা

শুক্রবার রাস্তায় জুমআ’র নামাজের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিজেপি পাল্টা আন্দোলন শুরু করেছে। এরই অংশ হিসেবে প্রতি মঙ্গলবার রাস্তা আটকে হনুমান চালিশা পাঠের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ইতোমধ্যেই গতকাল হাওড়ার বালিখালে রাস্তা আটকে হনুমান চালিশা পাঠও করেন দলীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

প্রতি শুক্রবার মসজিদে মসজিদে জুমআ’র নামাজ আদায় করেন মুসলমান ধর্মাবলম্বীরা। অনেক সময় মসজিদে জায়গা না হলে রাস্তায় বসেও নামাজ পড়ে ন মুসল্লি। এর জেরে রাস্তায় যানজট লেগে যায়। মানুষজনকে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। তাই অনেকে রাস্তায় বসে নামাজের প্রতিবাদও করেছেন। আর এবার সেই বিষয়টিকেই ইস্যু করে মাঠ গরম করতে চাইছে বিজেপি।

গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবারের নামাজে পাল্টা হিসেবে মঙ্গলবার রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করবেন বিজেপি কর্মী সমর্থকরা। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের হনুমান মন্দিরের সামনে বসেই হনুমান চালিশা পাঠ করবেন তারা। গতকাল হাওড়ার বালিখালের কাছে রীতিমতো রাস্তা আটকে হনুমান চালিশা পাঠ করেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাওড়া জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি ওপি সিং বলেন, প্রতি শুক্রবার নামাজের জন্য গ্র্যান্ড ট্যাংক রোডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। রোগী মারা যাচ্ছেন। অফিস যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে কোনও পদক্ষেপই নেয়া হয়নি। তাই এর প্রতিবাদে আমরা মঙ্গলবার কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের হনুমান মন্দির লাগোয়া রাস্তায় বসে হনুমান চালিশা পাঠের সিদ্ধান্ত নিয়েছি।

লোকসভা নির্বাচনের পর থেকে একাধিক ইস্যুতে তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে রাজ্যের রাজনৈতিক ময়দান সরব হয়ে উঠেছে। অনেকেই বলছেন, এই বাদানুবাদে নতুন সংযোজন হচ্ছে রাস্তা আটকে নামাজ আদায়ে বিজেপির বিরোধিতা। আর মুসলিমদের ধর্মীয় রীতি নিয়ে বিজেপি রাজ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেছে তৃণমূল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |