সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার ইমতিয়াজ আহমেদ আর নেই। লাহোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে এ মেধাবী ক্রিকেটার বক্ষব্যাধিতে ভুগছিলেন।
ইমতিয়াজ ১৯৫২-১৯৬২ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪২টি টেস্ট খেলেন। নামের পাশে যোগ করেন ২ হাজার ৭৯ রান।
অভিষেকের পর প্রথম ৩টি টেস্ট ব্যাটসম্যান হিসেবে খেললেও চতুর্থ টেস্ট থেকে তিনি বনে যান উইকেটকিপার-ব্যাটসম্যান। উইকেটকিপার হিসেবে তার নামের পাশে আছে ৭৭টি ক্যাচ ও ১৬টি স্ট্যাম্পিং।
১৯৫৫ সালের ২৬ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠ লাহোরে ২০৯ রানের ইনিংস খেলেন ইমতিয়াজ আহমেদ। ঢাকার মাঠে তিনি খেলেন ৫টি টেস্ট।
কে/ডিএইচ