চট্টগ্রামে শেষ হলো আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা।
শনিবার সকালে চট্টগ্রামের হালিশহর আবাহনী মাঠে অনুষ্ঠিত এ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি খলিলুর রহমান।
এসময় তিনি বলেন, এ মেলার মাধ্যম দেশিয় পণ্যের প্রসার হয়েছে। মাসব্যাপী চলা এ মেলায় বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডের দুইশ স্টল অংশ নেয়। পরে মেলায় অংশ নেয়া শ্রেষ্ঠ স্টল ও প্যাভিলিয়নের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খলিলুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির পেছনে বেসরকারি খাতের উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে রপ্তানিখাতকে আরো বেশি শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, এবারের মেলা যে উদ্দেশ্যে করা হয়েছে তা শতভাগ সফল না হলেও এরইমধ্যে দেশিয় পণ্য রপ্তানির জন্য বিপুল সংখ্যক অর্ডার পেয়েছে ব্যবসায়ীরা।
জেএইচ